ই পর্চা খতিয়ান অনুসন্ধান eporcha gov bd khatian | অনলাইন ই পর্চা | ই পর্চা লগইন

অন্য সবকিছুর মত আধুনিকতার চুয়া লেগেছে জমি জমার সকল যাচাই করন পদ্ধতিতে, এখন জমির জমার সকল তথ্য চেক করা যায় অনলাইনে তাই এখন এটির নাম পর্চা থেকে হয়েছে ই পর্চা, সকল ধরনের ই পর্চা খতিয়ান অনুসন্ধান এখন করতে পারবেন আপনার ব্যাবহারিত মোবাইল দিয়ে, এর জন্য আপনার কারো কাছে যাওয়া লাগবেনা এবং কোন টাকাও খরচ করতে হবেনা। 

আরও পড়ুনঃ আর এস খতিয়ান অনুসন্ধান

আপনার যদি একটি জমি থাকে এবং সেটা অনলাইনে যাচাই করতে চান অথবা কোন জমি ক্রয় বিক্রয় করতে চান তাই সেটার খতিয়ান দরকার,

তাহলে আপনি অল্প কিছু ডকুমেন্ট দিয়ে আপনার উক্ত জমিটির সকল ধরনের ই পর্চা খতিয়ান অনলাইনে নিজের মোবাইল দিয়ে অনুসন্ধান করতে পারবেন এবং কিছু টাকা ফী দিয়ে উক্ত খতিয়ানটির অরিজিনাল কপি হোম ডেলিভারি নিতে পারবেন অন্য কারো সাহায্য ছাড়া। 

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে কি কি তথ্য প্রয়োজন, এবং কিভাবে ডাউনলোড করতে হয় কিংবা অরিজিনাল কপি ডেলিভারি নিতে হয় সকল কিছুর বিস্তারিত জানতে এবং ছবি আকারে দেখানোর চেষ্টা করব, অনুগ্রহ করে সাথে থেকে শেষ পর্যন্ত পড়ুন। 

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য কি কি লাগে? 

ই পর্চা/খতিয়ান অনুসন্ধান করার জন্য আমাদের খুব বেশি ডকুমেন্ট দরকার হবেনা, সাধারণত জমির স্থায়ী ঠিকানা সবার জানা থাকে, এটা জানা থাকা খুবি জরুরী অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার জন্য। প্রথমেই জানা থাকতে হবে জমির স্থায়ী ঠিকানা। 

তারপর জমির খতিয়ানের যেকোন একটি তথ্য জানা থাকতে হবে, যেকোন একটি তথ্য মানে আমরা জানি যে প্রতিটা খতিয়ানের একটি নং থাকে, এবং সেটায় থাকে জমির দাগ নং, এবং মালিকানা নামও উল্লেখ করা থাকে।

যেকোন ধরনের খতিয়ানে এই তিনটি তথ্য দেওয়া থাকে, আপনি যেই ই পর্চা খতিয়ানটি অনলাইনে যাচাই করতে চান সেটার এই তিনটি তথ্যের মধ্যে আপনার যেকোন একটি জানা থাকতে হবে অবশ্যই সেটা নির্ভুল ভাবে। 

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে দরকারঃ 

জমির ঠিকানা – 

বিভাগ;

জেলা;

উপজেলা; 

মৌজা; 

খতিয়ান তথ্য – (যেকোন একটি)

মালিকানা নাম;

দাগ নম্বর;

খতিয়ান নম্বর;

ই পর্চা খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে এই তথ্য গুলো আপনার জানা থাকতে হবে। তাহলেই আপনি ভূমি অফিসের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ দিয়ে নির্ভুল ভাবে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। 

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি 

ই পর্চা খতিয়ান দুটি উপায়ে অনুসন্ধান করা যায়, ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে, তবে এই পোষ্টে আমরা দেখাব কিভাবে Eporcha Gov BD ওয়েবসাইটের সাহায্যে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে হয়। 

ই পর্চা খতিয়ান অনুসন্ধান Eporcha Gov BD ওয়েবসাইটের মাধ্যমে

ই পর্চা খতিয়ান অনুসন্ধান eporcha gov bd khatian | অনলাইন ই পর্চা | ই পর্চা লগইন

Eporcha gov BD ওয়েবসাইটের সাহায্যে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে প্রথমে আপনার মোবাইলে থাকা যেকোন একটি ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করুন, যেমন – chrome, opera, firefox, Safari. 

  • তারপর সার্চবারে লিখুন “Eporcha Gov BD” প্রথমে যেই ওয়েবসাইট আসবে সেটাতে প্রবেশ করুন। 
  • প্রবেশ করার পর ওয়েবসাইট মেনুবার থেকে সার্ভে খতিয়ান মেনুটি বাছাই করুন। 
  • তারপর আপনার ঠিকানা পর্যায়ক্রমে বাছাই করতে হবে, যেমন প্রথমে বিভাগ, এরপর জেলা, এরপর উপজেলা বাছাই করুন। 
  • তারপর আপনার খতিয়ানের ধরন বাছাই করতে হবে, এখানে সব ধরনের খতিয়ান দেখতে পারবেন, তবে আপনি যেই খতিয়ান অনুসন্ধান করতে চান এখানে সেটা বাছাই করুন। নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য ওয়েবসাইট মেনু থেকে নামজারি খতিয়ান অপশন বাছাই করুন। 
  • তারপর আপনার জমির মৌজা বাছাই করুন। 
  • তারপর খতিয়ানের তালিকা অপশনে থাকা ফাঁকা বক্সে আপনার খতিয়ান নম্বরটি বসিয়ে খুঁজুন বাটনে ছ্যাপুন। তাহলেই আপনার ই পর্চা খতিয়ানটির তথ্য দেখতে পারবেন। 
  • যদি আপনার খতিয়ান নম্বর জানা না থাকে তাহলে অধিকতর অনুসন্ধান বাটনে ছ্যাপ দিন। এরপর আরও দুটি অপশন অর্থাৎ দাগ নম্বর এবং মালিকানা নাম দিয়ে অনুসন্ধান করার অপশন আসবে, আপনার কাছে যেই তথ্য আছে সেটা ফাঁকা স্থানে লিখে খুঁজুন বাটনে ছ্যাপ দিন। তাহলেই তথ্য দেখতে পারবেন। 
ই পর্চা খতিয়ান অনুসন্ধান eporcha gov bd khatian | অনলাইন ই পর্চা | ই পর্চা লগইন
  • আপনি যদি শুধু মাত্র ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে চান তাহলে এখানেই আপনার অনুসন্ধান ক্রীত ই পর্চার সকল তথ্য দেখতে পারবেন। তবে আপনি যদি ই পর্চা খতিয়ানটির অনলাইন কপি অথবা অরিজিনাল কপি পেতে চান তাহলে খতিয়ান আবেদন বাটনে ছ্যাপ দিন।

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করা এখানেই শেষ তবে আপনি যদি খতিয়ানটির অনলাইন কপি অথবা অরিজিনাল কপি পেতে চান তাহলে প্রথমে জানতে হবে ই পর্চা খতিয়ান আবেদন করার জন্য কি কি তথ্য প্রয়োজন হবে।

চলোন দেখে নেই কি কি তথ্য প্রয়োজন তারপর দেখব কিভাবে ডাউনলোন করার জন্য আবেদন করতে হয়। 

ই পর্চা খতিয়ান ডাউনলোড করতে প্রয়োজন 

ই পর্চা খতিয়ান ডাউনলোড করার জন্য আপনার বাক্তিগত কিছু তথ্য প্রয়োজন হবে, যেমন – 

আপনার নাম (ইংরেজিতে), 

ভোটার আইডি কার্ড নম্বর, 

জন্ম তারিখ, 

মোবাইল নম্বর, 

ইমেইল, 

ঠিকানা, 

এই তথ্য গুলো দরকার হবে খতিয়ান ডাউনলোড করার আবেদন সম্পন্ন করতে।

ই পর্চা খতিয়ান ডাউনলোড করতে আবেদন পক্রিয়া

ই পর্চা খতিয়ান অনুসন্ধান eporcha gov bd khatian | অনলাইন ই পর্চা | ই পর্চা লগইন

আমরা ইতি মধ্যে দেখিয়েছি কিভাবে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে হয়, এবং এটাও দেখিয়েছি একদম শেষে খতিয়ানের তথ্য যখন দেখতে পারবেন সেখান থেকে খতিয়ান আবেদন বাটনে ছ্যাপ দিয়ে পরের অপশনে যেতে হবে খতিয়ান ডাউনলোড আবেদন সম্পন্ন করতে হলে। 

  • খতিয়ান আবেদন বাটনে ক্লিক করার পর একটি ফর্ম আসবে সেটা আপনাকে পূরণ করতে হবে। 
  • প্রথম ধাপে আপনার ভোটার আইডি কার্ড নম্বর, নাম (ইংরেজি), জন্ম তারিখ, এবং নম্বর দিয়ে যাচাই বাটনে ক্লিক করতে হবে। যাচাই সম্পন্ন হলে দ্বিতীয় ধাপ পূরণ করুন। 
  • দ্বিতীয় ধাপে আপনার খতিয়ান পাওয়ার ধরনটি বাছাই করুন, অনলাইন কপি ডাউনলোড করার জন্য অনলাইন কপি বাটনে ছ্যাপুন, এবং অরিজিনাল কপি পেতে সার্টিফাইড কপি বাটনে ছ্যাপুন। 
  • তারপর সার্টিফাইড কপি ভূমি অফিসের মাধ্যমে ডেলিভারি নিতে হলে অফিস কাউন্টার ছ্যাপুন, এবং পোষ্ট অফিসের মাধ্যমে খতিয়ানের অরিজিনাল কপিটি হোম ডেলিভারি পেতে ডাকযোগ বাটন ছ্যাপুন। 
  • তারপর আপনার ঠিকানা লিখুন। 
  • এরপর আবেদন ফী পেমেন্ট করার জন্য পরবর্তী ধাপে যান, সেখানে যেকোন একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করুন। 
  • অনলাইন কপি ফী ১০০ টাকা, অরিজিনাল কপি ভূমি অফিসে ডেলিভারি নিলে ১০০ টাকা ফী, এবং ডাকযোগের মাধ্যমে ডেলিভারি নিতে ১৪০ টাকা। 
  • পেমেন্ট করার পরেই আপনার অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন, এবং অরিজিনাল কপি ৮ থেকে ১০ দিনের মধ্যে ডাকযোগের মাধ্যমে ডেলিভারি পাবেন। 

এই ধাপ গুলো অনুস্মরণ করে আপনি খুব সহজেই ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন, অথবা অরিজিনাল সার্টিফাইড কপি হোম ডেলিভারি নিতে পারবেন। 

উপসংহার

আমাদের দেখানো নিয়ম অনুযায়ী অনুস্মরণ করলে আপনি খুব সহজেই ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন, তবে আপনার ই পর্চাটি এখনো অনলাইন করা না হয়ে থাকে তাহলে কোন ভাবেই সেটা অনলাইনে চেক করা কিংবা ডাউনলোড করা সম্ভব নয়। খতিয়ান সংক্রান্ত যেকোন তথ্য জানতে কল করুন ১৬১২২ নাম্বারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *