www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করা যাবে এখন মাত্র দুই মিনিটে, আপনার যদি মাত্র দুটি তথ্য জানা থাকে তাহলেই আপনি আর এস খতিয়ান অনলাইন চেক করতে পারবেন। আর এস খতিয়ান চেক করার জন্য এখন আমাদের আর যেতে হবেনা ভূমি সেবা অফিসে, এখন আমরা বাসায় বসে কিংবা যেকোন জায়গা থেকে নিজের অথবা অন্য যেকারো আর এস খতিয়ান যাচাই করতে পারব। এবং নাম মাত্র ফ্রী প্রধান করে আর এস খতিয়ান অনলাইন কপি সাথে সাথেই ডাউনলোড করতে পারব, এছাড়া খতিয়ান আবেদন করে ১০ দিনের মধ্যে আর এস খতিয়ান অরিজিনাল কপিও নিতে পারব।
www.land.gov bd আর এস খতিয়ান অনলাইন চেক করার সকল পক্রিয়া দেখব আমরা এই পোষ্টে, আর এস খতিয়ান যাচাই করা খুবি দরকারি একটি বিষয়, যেকোন জমি জমা ক্রয় কিংবা বিক্রয়, রেজিস্টার কিংবা ব্যাংক লোন সব কাজে আপনার দরকার হবে আর এস খতিয়ান তাই আর এস খতিয়ান যাচাই করা খুবি গুরুত্বপূর্ণ।
আপনার যদি একটি www.land.gov bd আর এস খতিয়ান না থাকে তাহলে আপনি মাত্র দুটি তথ্য দিয়ে দেশ-বিদেশের যেকোণ জায়গা থেকে আর এস খতিয়ান যাচাই করতে পারবেন।
আমরা তিনটি ধাপে পোষ্ট সাজাব যেনো আপনাদের পরতে এবং বুজতে সুবিদা হয়, প্রথম ধাপে রয়েছে দরকারি তথ্য অর্থাৎ আর এস খতিয়ান যাচাই করতে কি কি তথ্য কিংবা ডকুমেন্ট প্রয়োজন হবে? দ্বিতীয় ধাপে থাকবে আর এস খতিয়ান অনুসন্ধান কিভাবে যাচাই করতে হয়? এবং তৃতীয় ধাপে থাকবে কিভাবে আর এস খতিয়ান ডাউনলোড করার জন্য আবেদন করতে হয় এবং ডাউনলোড করতে হয়, এছাড়া জানতে এবং দেখতে পারবেন কিভাবে মাত্র ১০ দিনের মধ্যে আর এস খতিয়ানের অরিজিনাল কপি পেতে পারেন।
এই সকল তথ্য সঠিক ভাবে জানতে এবং দেখতে এই পোষ্ট অবশ্যই ধাপ অনুযায়ী পরবেন।
Contents
www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য ডকুমেন্ট
আর এস খতিয়ান যাচাই করার জন্য আমাদের প্রথমে দরকার হবে দুটি তথ্য, এর মধ্যে একটি হলো ঠিকানা এবং অপরটি আর এস খতিয়ান নম্বর/দাগ নম্বর/মালিকানা নাম।
আপনার যদি জমির ঠিকানা জানা থাকে এবং আর এস খতিয়ান নম্বর/দাগ নম্বর/মালিকানা নাম, এই তিনটির মধ্যে যেকোন একটি জানা থাকে তাহলে আপনি খুব সহজেই আর এস খতিয়ান যাচাই করতে পারবেন, তবে আর এস খতিয়ান ডাউনলোড করার জন্য আবেদন করতে হলে আপনার আরও কয়েকটি ডকুমেন্ট দরকার হবে।
আর এস খতিয়ান অনুসন্ধান করতে প্রয়োজনঃ
জমির ঠিকানা – বিভাগ>জেলা>উপজেলা>মৌজা।
খতিয়ানের তথ্য – আর এস খতিয়ান নম্বর/দাগ নম্বর/মালিকানা নাম।
আর এস খতিয়ান ডাউনলোড করার জন্য আবেদন করতে প্রয়োজন হবেঃ
ভোটার তথ্য – জাতীয় পরিচয়পত্র>জন্ম তারিখ>নাম ইংরেজিটে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী।
অন্যান্য – মোবাইল নাম্বার>ঠিকানা>আবেদন ফী>আবেদন ফী প্রধান করার জন্য একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন – বিকাশ, নগদ।
এই তথ্য গুলো থাকলেই আপনি নিজের মোবাইল দিয়ে যেকোন স্থান থেকে আপনার www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
চলোন এখন দেখে নেওয়া যাক www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান কিভাবে করতে হয়।
www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান
www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য আমরা প্রথমে প্রবেশ করব www.land.gov bd ওয়েবসাইটে এবং সেখান থেকে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ মেনু নির্বাচন করব। মেনু নির্বাচন করার পর আপনাকে নিয়ে যাবে ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমি রেকর্ড সেবা ওয়েবসাইটে।
তারপর সেখান থেকে আবারও মেনু বার থেকে বাছাই করতে হবে সার্ভে খতিয়ান। এরপর পর্যায়ক্রমে আপনার ঠিকানা বাছাই করুন। প্রথমে আছে বিভাগ, বিভাগ বাছাই করলে আপনাকে জেলা অপশন দেওয়া হবে, জেলা বাছাই করলে উপজেলা অপশন দেওয়া হবে, এবং উপজেলা বাছাই করার পর আপনাকে খতিয়ানের ধরন বাছাই করতে হবে আর এস, তারপর মৌজা বাছাই করুন।
এরপর শেষের অংশ অর্থাৎ খতিয়ানের তালিকা অপশনে আপনার খতিয়ান নম্বরটি দিয়ে খুঁজুন বাটনে ছাপুন। আপনার সাবমিট করা সকল তথ্য সঠিক হলে এখানে www.land.gov bd আর এস খতিয়ানএর সকল তথ্য দেখতে পারবেন।
তবে আপনার কাছে যদি খতিয়ান নং না থাকে তাহলে খতিয়ানের তালিকা অপশনএর নিছে অধিকতর অনুসন্ধান লিখা বাটনে ছ্যাপ দিন, তারপর এখানে আরও দুটি অপশন আসবে দাগ নম্বর এবং মালিকানা নাম, আপনার কাছে যেই তথ্য আছে সেটা লিখে আবারও খুঁজুন বাটনে ছ্যাপ দিলে আর এস খতিয়ান তথ্য দেখতে পারবেন।
এবার আপনি চাইলে খতিয়ান আবেদন বাটনে ক্লিক করে উক্ত খতিয়ানটি ডাউনলোড করার জন্য আবেদন করতে পারেন।
জমির খতিয়ান ডাউনলোড করতে আবেদন এবং ডাউনলোড
আমরা প্রথমেই লিখেছি যে আর এস খতিয়ান ডাউনলোড করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তু আপনার কাছে যদি সকল তথ্য থাকে এবং আপনি সফল ভাবে www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করতে সক্ষম হন তাহলে সেখানে থাকা খতিয়ান আবেদন বাটনে ক্লিক করুন।
তারপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে হবে, এখানে আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য গুলো দিয়ে যাচাই বাটনে ক্লিক করুন। প্রথমে জাতীয় পরিচয়পত্র নম্বর দিন, তারপর জন্ম তারিখ, তারপর নাম দিন ইংরেজিতে, মোবাইল নম্বর দিন।
যাচাই সম্পন্ন হলে আপনার ঠিকানা লিখুন, এবং মোবাইল নম্বর দিন ইমেইল থাকলে দিতে পারেন তবে না দিলেও চলবে। এরপর বাছাই করুন আপনি তাৎক্ষনিক কপি ডাউনলোড করবেন? নাকি অরিজিনাল অর্থাৎ সার্টিফাইড কপি ডেলিভারি নিবেন।
তাৎক্ষনিক কপি অধিকাংশ কাজে গ্রহনযোগ্য হবেনা, তবে সার্টিফাইড কপি আপনি সকল কাজে ব্যাবহার করতে পারবেন কিন্তু এটি পেতে আপনার ১০ দিনের মত সময় লাগতে পারে।
তু এখানে যদি তাৎক্ষনিক অনলাইন কপি বাছাই করেন তাহলে আপনাকে আর কিছু করতে হবেনা শুধু মাত্র সরকারি ১০০ টাকা ফী প্রধান করে খতিয়ান আবেদন সম্পন্ন করতে হবে, এবং আবেদন সম্পন্ন হলেই সাথে সাথে তাৎক্ষনিক কপি ডাউনলোড করতে পারবেন।
তবে আপনি যদি সার্টিফাইড কপি বাছাই করেন তাহলে আরও একটি অপশন দেওয়া হবে সেটা হলো, আপনি কোন জায়গা থেকে খতিয়ানটি রিসিভ করতে চান। আপনি যদি ভূমি অফিস থেকে আর এস খতিয়ান রিসিভ করতে চান তাহলে ভূমি অফিস নির্বাচন করুন, এবং যদি হোম ডেলিভারি পেতে চান তাহলে ডাকযোগ বাছাই করুন।
ডাকযোগ অর্থাৎ পোষ্ট অফিস, আপনি যদি পোষ্ট অফিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান তাহলে ডাকযোগ নির্বাচন করুন, তবে এই ক্ষেত্রে আপনাকে আরও ৪০ টাকা ফী প্রধান করতে হবে। অর্থাৎ খতিয়ানটি হোম ডেলিভারি নিলে ১৪০ টাকা পেমেন্ট করতে হবে। তবে ভূমি অফিসের মাধ্যমে ডেলিভারি নিলে ১০০ টাকাই লাগবে।
এরপর যেকোন একটি মোবাইল ব্যাংকিং অপশন থেকে ফী পরিশোধ করে আবেদন সম্পন্ন করুন, আবেদনটি সম্পন্ন হলে ১০ দিনের মধ্যে আর এস খতিয়ান ডেলিভারি পেয়ে যাবেন। তাৎক্ষনিক কপি সাথে সাথেই ডাউনলোড করতে পারবেন।
উপসংহার
www.land.gov bd আর এস খতিয়ান চেক সম্পর্কে আমরা বিস্তারিত লিখেছি, আশা করছি এই পোষ্ট থেকে আপনারা ভালো কিছু শিখেছেন, এরপরও আপনি যদি কোন প্রকার সমস্যায় পরেন তাহলে যোগাযোগ করুন ১৬১২২ নাম্বারে।