পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

ভিসা যেন একটি সোনার হরিণ, আমরা অবগত যে একটি Work Permit ভিসা অথবা Turist ভিসার জন্য মানুষ কত পরিশ্রম করে থাকে এবং ভিসা হাতে পাওয়ার পর পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার চেষ্টা করেন।

একটি অরিজিনাল ভিসা পাওয়া না পাওয়ার সাথে জড়িয়ে থাকে লক্ষ লক্ষ টাকার লেনদেন, সাধারণ মানুষ যখন কোন দালালের থেকে ভিসা নেন তখন অনেক দালাল নকল ভিসা দড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। 

এজন্য ভিসা পাওয়ার পর প্রথমেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে হবে, ইন্টারনেটের এই যুগে প্রায় সব কিছুই অনলাইনে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে করা সম্ভব। 

আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টে আমরা এটাই জানব যে অনলাইনে কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়, চলোন বিস্তারিত দেখি। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার পদ্ধতি

যেকোন দেশের ভিসা চেক করার একটি সাধারণ পদ্ধতি হলো আপনি যেই দেশের ভিসা চেক করতে চান সেদেশের নাম সহ Visa Check লিখে Google সার্চ করুন, তারপর ওয়েবসাইটে যান, 

পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার দিন তারপর চেক বাঁটনে ক্লিক করে ভিসা ইনফর্মেশন দেখুন। 

  • যেমন – আপনি যদি মালয়েশিয়া ভিসা চেক করতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করুন “Malaysia visa check” 
  • এটা লিখে সার্চ করার পর প্রথমে যেই ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করুন, 
  • তারপর সেখানে পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার লিখতে হবে, জাতীয়তা বা দেশ সিলেক্ট করা লাগতে পারে। 
  • এরপর Check, Submit অথবা Search নামে যেকোন বাঁটন থাকতে পারে, সেটাতে ক্লিক করুন, এরপর আপনার ভিসা ইনফর্মেশন দেখতে পারবেন। 

এই পক্রিয়ার মাধ্যমে আপনি নিজেই যেকোন দেশের ভিসা চেক করতে পারবেন, তবে সব দেশের ভিসা চেক করার নিয়ম পুরপুরি একরকম হবেনা, উক্ত দেশের ওয়েবসাইট আপনার কাছে কি তথ্য চাচ্ছে সেটা বুঝতে হবে এবং সঠিক তথ্য সাবমিট করতে হবে, তাহলেই অনলাইনে ভিসা চেক করতে পারবেন। 

আমাদের এই পোস্টে কয়েকটি দেশের ভিসা চেক করার নিয়ম দেখতে পারবেন, যেগুলো দেখলে আপনি ভিসা চেক করার ভালো একটা ধারণা পাবেন, 

আরও পড়ুনঃ ই পাসপোর্ট চেক – E Passport Check

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

মালয়েশিয়া ভিসা চেক করার জন্য আপনার দুটি তথ্য প্রয়োজন হবে, ১ – আপনার পাসপোর্ট নাম্বার, ২ – ই ভিসা ইস্টিকার নাম্বার। 

এই দুটি তথ্য দিয়ে malaysiavisa imi gov my ওয়েবসাইটে ভিসা চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক - মালয়েশিয়া ভিসা চেক
  • Malaysiavisa imi gov my এখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন, 
  • তারপর Passport Number অপশনে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন, 
  • এরপর Sticker Number অপশনে, আপনার মালয়েশিয়া ই ভিসার Sticker number লিখুন, 
  • ক্যাপছা লিখুন, 
  • এভাবে ঠিক মার্ক দিন, ✅I have obtained my eVISA. 
  • এরপর Check বাঁটনে ক্লিক করুন, তাহলে ইনফর্মেশন দেখতে পারবেন, 
  • যদি কোন ইনফর্মেশন দেখতে না পান, তাহলে দরে নিবেন আপনার ভিসা অরিজিনাল নয়।  

মাত্র এই ৩-৪ টা ধাপ অনুস্মরণ করেই খুব সহজে মালয়েশিয়া ভিসা চেক করতে পারেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

আমরা অনেকেই টুঁরে যাওয়ার জন্য ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করে থাকি, আর অনেক সময় ইন্ডিয়ান ভিসা পেতেও ভুগান্তিতে পড়তে হয়, 

আপনার ইন্ডিয়ান ভিসা যদি হাতে পেয়ে থাকেন তাহলে এখনি চেক করুন ভিসাটি অরিজিনাল নাকি নকল। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক - ইন্ডিয়ান ভিসা চেক
  • ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য Indian Visa Status Enquiry ওয়েবসাইটে যেতে হবে, 
  • তারপর Visa Status Enquiry মেন্যু নির্বাচন করুন, 
  • তারপর আপনার Application ID এবং পাসপোর্ট নাম্বার দিতে হবে, 
  • এরপর ক্যাপছা লিখুন, 
  • তারপর ভিসা স্ট্যাটাস চেক করার জন্য Check Status বাঁটনে ছ্যাপ দিন, 
  • এখানে আপনার আবেদন করা ইন্ডিয়ান ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন,
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক - ইন্ডিয়ান ভিসা চেক

এরকম ভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন, তবে আপনার ভিসাটি যদি কোন এজেন্সি থেকে পেয়ে থাকেন তাহলে ভিসায় থাকা Application ID এবং পাসপোর্ট নাম্বার আপনার তথ্য গুলোর সাথে মিলিয়ে দেখুন, 

একি সাথে আমাদের দেখানো নিয়ম অনুযায়ী ওয়েবসাইটে এসে চেক করে দেখুন ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখানো হচ্ছে, যদি স্ট্যাটাস Approve দেখতে পান, এবং সকল তথ্য আপনার হাতে পাওয়া ভিসার সাথে মিলে যায় তাহলে নিশ্চিত হতে পারেন যে আপনার ভিসাটি অরিজিনাল। 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

সৌদি ভিসা Application invoice ID এবং জন্ম তারিখ সহ পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করা যায়।  

আপনি যদি Application invoice ID না জানেন তাহলে শুধু মাত্র পাসপোর্ট নাম্বার ব্যাবহার করে সৌদি ভিসা চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক - সৌদি ভিসা চেক
  • পাসপোর্ট নাম্বার অথবা Application Invoice ID দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য visa soudi org ওয়েবসাইটে প্রবেশ করুন, 
  • তারপর Application Invoice ID অথবা পাসপোর্ট নাম্বার লিখুন (যেকোন একটি),
  • তারপর জন্ম তারিখ লিখুন (Application Invoice ID দিয়ে ভিসা চেক করলে জন্ম তারিখ দিতে হবেনা), 
  • তারপর “Check Saudi e-Visa Status” বাঁটনে ছ্যাপ দিলেই আপনার সৌদি ভিসা চেক হয়ে যাবে, 
  • এখানে আপনার ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন, যদি Approve স্ট্যাটাস দেখেন তাহলে আপনার হাতে থাকা ভিসার সাথে এটাকে মিলিয়ে যাচাই করে নিন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

কাতার ভিসা চেক করার জন্য পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার প্রয়োজন,

প্রথমে কাতার Visa Service ওয়েবসাইটে প্রবেশ করুন ভিসা, পাসপোর্ট নাম্বার, জাতীয়তা দিন, ক্যাপছা লিখুন, এবং Submit বাঁটনে ক্লিক করে কাতারের ভিসা চেক করুন, 

ভিসা চেক করার পাশাপাশি, ভিসার প্রিন্ট কপিও ডাউনলোড করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক - কাতার ভিসা চেক

 

  • ভিসা চেক করতে ভিসিট করুন Visa Service ওয়েবসাইটে,
  • তারপর বাম সাইটের মেন্যু থেকে Visa Service নির্বাচন করুন,
  • তারপর Visa Inquiry & Printing মেন্যু নির্বাচন করুন, 
  • তারপর আপনার ভিসা নাম্বার দিন, 
  • এরপর পাসপোর্ট নাম্বার দিন, 
  • তারপর Nationality Bangladesh সিলেক্ট করুন, 
  • তারপর ক্যাপছা লিখে, Submit বাঁটনে ক্লিক করুন। 
  • এখানে আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন, 

এভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করা সম্ভব, এছাড়াও আপনি এখান থেকে eVisa প্রিন্ট কপি ডাউনলোড করতে পারবেন। 

উপসংহার 

এই পোস্টে কয়েকটি দেশের ভিসা চেক করার নিয়ম দেখিয়েছি, এটা অনুস্মরণ করে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন, এছাড়াও অন্য কোন দেশের ভিসা চেক সম্পর্কে তথ্য জানতে ছাইলে আমাদের কমেন্ট করে জানান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *