ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

ভোটার আইডি কার্ড ডাউনলোড করা খুবি সহজ, মাত্র কয়েকটি ধাপ অনুস্মরণ করে NID Card Download করতে পারবেন। এই ধাপ গুলো অনুস্মরণ করে নতুন এবং পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে নতুন NID Card Download করার জন্য অবশ্যই আপনাকে ফটো এবং ফিঙ্গার ইতি মদ্ধেই জমা দেওয়া থাকতে হবে। 

ফটো এবং ফিঙ্গার দেওয়ার আগে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। ফটো এবং ফিঙ্গার জমা দেওয়ার পর শুধু মাত্র ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। 

আজকের এই পোস্টে আমরা দেখব কিভাবে নতুন এবং পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয়। শুধু মাত্র ফরম নাম্বার বা ভোটার আইডি কার্ড নাম্বার থাকলেই  Online Nid Card Download করতে পারবেন। 

ভোটার আইডি কার্ড ডাউনলোড | Online Nid Card Download

সংক্ষেপঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/ ওয়েবসাইটে ফরম নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে, জন্ম তারিখ সাবমিট করতে হবে, মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, NID Wallet ডাউনলোড করে ফেস ভেরিফিকেশন করতে হবে, ঠিকানা ভেরিফাই করতে হবে, এরপরেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করার অপশন পাবেন, এবং Download বাঁটনে ক্লিক করেই PDF করতে পারবেন। 

বিস্তারিতঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই NID Service BD ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেখানে ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ফরম নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করতে হবে, আগে থেকে অ্যাকাউন্ট করা থাকলে লগইন করতে পারবেন। 

Nid Service BD ওয়েবসাইটে প্রবেশ করার পর ভোটার আইডি কার্ড অথবা ফরম নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে চাইলে অ্যাকাউন্ট নেই অপশন থেকে রেজিস্ট্রেশান করুন বাঁটনে ক্লিক করতে হবে, এবং সেখানে আপনার ভোটার ফরম নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার লিখতে হবে, এবং সঠিক জন্ম তারিখ বাছাই করতে হবে এরপর বহাল বাঁটনে ক্লিক করতে হবে। 

এরপর আপনার ঠিকানা নির্বাচন করে পরবর্তী পেইজে যেতে হবে, এবং সেখানে আপনার ভোটার নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নাম্বার বসাতে হবে এবং OTP আসলে বহাল বাঁটনে ক্লিক করতে হবে। 

তারপর আপনার মোবাইলে NID Service App NID Wallet ডাউনলোড করতে হবে, এবং আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে, তারপরেই আপনার ভোটার আইডি ডাউনলোড করতে পারবেন। 

বিস্তারিত ভাবে লিখার পরও যদি আপনার বুজতে সমস্যা হয় তাহলে ধাপ অনুযায়ী ছবি সহ বিস্তারিত দেখুন। 

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি (ছবি সহ)

ছবি সহ ভোটার আইডি কার্ড ডাউনলোড করার ধাপ গুলো অনুস্মরণ করার আগে আপনার কয়েকটি ডকুমেন্ট হাতে নিয়ে নিন বা কোথাও লিখে রাখুন। 

সেগুলো হলোঃ 

  • ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ফরম নাম্বার।
  • জন্ম তারিখ।
  • ভোটার আবেদন করার সময় দেওয়া মোবাইল নাম্বার। 
  • বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। 
  • এবং NID Wallet অ্যাপটি মোবাইলে ইন্সটল করে রাখুন। 

ধাপ ১ – NID Service BD ওয়েবসাইটে রেজিস্ট্রেশান | NID BD

Nid Card Download করার জন্য NID Service BD ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এই লিংকে ক্লিক করুন https://services.nidw.gov.bd/nid-pub/ তারপর নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন অপশন থেকে আবেদন করুন বাঁটনে ক্লিক করুন। 

  1. এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ৮ সংখ্যার ফরম নাম্বার লিখুন।
  2. তারপর সঠিক জন্ম তারিখ লিখুন, (দিন-মাস-বছর)
  3. তারপর একটি ক্যাপছা কোড আসবে সেটা নিচের বক্সে হুবহু লিখুন তারপর সাবমিত বাঁটনে ক্লিক করে পরবর্তী ধাপে জান। 

ধাপ ২ Online Nid Card Download করতে রেজিস্ট্রেশান | NID Service

সঠিক ভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে রেজিস্ট্রেশান সম্পন্ন করতে অবশ্যই আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা সঠিক ভাবে দিতে হবে, এখানে ভুল তথ্য দিলে Nid Card Download করতে পারবেন না। 

আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একি হয় তাহলে দুজায়গায় একি ঠিকানা বাছাই করতে হবে। 

প্রথমে বর্তমান ঠিকানা নির্বাচন করুনঃ 

বিভাগ – বর্তমান ঠিকানার বিভাগ নির্বাচন করুন। 

জেলা – তারপর বর্তমান ঠিকানার জেলা নির্বাচন করুন। 

উপজেলা – বর্তমান ঠিকানার উপজেলা নির্বাচন করুন। 

মনে রাখবেন ভোটার রেজিস্ট্রেশান করার সময় যেই বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিয়েছিলেন এখানেও সেটা দিতে হবে। 

এবার স্থায়ী ঠিকানা নির্বাচন করুনঃ 

বিভাগ – প্রথমে স্থায়ী ঠিকানার বিভাগ নির্বাচন করুন। 

জেলা – তারপর স্থায়ী ঠিকানার জেলা নির্বাচন করুন।

উপজেলা – তারপর স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাচন করুন। 

বর্তমান এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করা শেষ হলে পরবর্তী বাঁটনে ক্লিক করে পরের ধাপে যান। 

ধাপ ৩ – Nid Service BD ওয়েবসাইটে রেজিস্ট্রেশান | NID BD 

তিন নাম্বার ধাপে এসে আপনার মোবাইল নাম্বার যাচাই করতে হবে, ভোটার আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে বার্তা পাঠান  বাঁটনে ক্লিক করতে হবে। 

বার্তা পাঠান বাঁটনে ক্লিক করার পর আপনার উক্ত মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটা বসিয়ে বহাল বাঁটনে ক্লিক করতে হবে এবং তারপরেই ফেস ভেরিফিকেশনের জন্য পরবর্তী পেইজে নিয়ে যাওয়া হবে। 

ধাপ ৪ – NID Wallet ইন্সটল এবং ফেস ভেরিফিকেশন। 

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য যেই ধাপ গুলো অনুস্মরণ করতে হয় তার মদ্ধে এই ধাপটি কিছুতা কঠিন, শুধু মাত্র এই ধাপটি না বুঝার কারনে অনেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারেন না। তাই মনোযোগ সহকারে পড়ুন। 

এই ধাপে এসে আপনাকে এই রকম একটি পেইজে নিয়ে আসবে এবং একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হবে এবং ফেস ভেরিফিকেশন করতে হবে। যা আমরা ইতি মদ্ধেই বলেছি যে আপনাকে NID Wallet অ্যাপটি নতুন করে ডাউনলোড করে নিতে হবে। তবে আপনাদের অন্য একটি মোবাইল দরকার হবে। অথবা কম্পিউটার থেকে রেজিস্ট্রেশান করলে একটি মোবাইল দরকার হবে। 

আপনি যেই মোবাইলটি দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটাতে উপরে দেওয়া পেইজটি আসবে (মোবাইল ১), এবং আপনার অন্য একটি মোবাইলে NID Wallet ইন্সটল করে সেটা ওপেন করে ওই ব্যাক্তির মুখের সামনে নিয়ে, মুখের চারদিকে গুড়িয়ে তিনটি স্কান সম্পন্ন করতে হবে (মোবাইল ২)। 

NID Wallet দিয়ে তিনটি স্কান সম্পন্ন করার পরেই যেই মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন সেটায় যাবেন এবং দেখতে পারবেন NID Service BD অ্যাকাউন্টের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। 

মনে রাখবেন ভেরিফিকেশনের এই ধাপে আপনার যেই মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে রেজিস্ট্রেশান করছেন সেটার ব্রাউজার ওপেন রাখতে হবে এবং ট্যাব ডিলেট করা যাবেনা। 

ভোটার আইডি কার্ড ডাউনলোড | Nid Card Download

NID Service BD ওয়েবসাইটে NID Dashboard ওপেন হওয়ার পর। একদম নিছে দেখতে পারবেন ডাউনলোড অপশনটি রয়েছে সেখানে গিয়ে ডাউনলোড বাঁটনে ক্লিক করলেই আপনার ভোটার আইডি কার্ডের PDF ডাউনলোড হয়ে যাবে। 

তারপর আপনি সেই PDF প্রিন্ট করে আপনার যেকোন কাজে ব্যাবহার করতে পারবেন। এটা অনলাইন কপি নামে পরিচিত হলেও এটা দিয়ে আপনি অরিজিনাল ভোটার আইডি কার্ডের মতই সকল কাজ করতে পারবেন। 

তবে কেউ যদি ডাউনলোড অপশন না পান বা ডাউনলোড করতে না পারেন তাহলে কিছু টাকা ফী প্রধান করতে হবে, এর কারন হলো সরকারী ভাবে যাদেরকে ভোটার আইডি কার্ড প্রধান করা হয়েছে তারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। যদি ডাউনলোড করতে ছান তাহলে কিছু টাকা ফী দিয়ে ডাউনলোড করতে হবে। 

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড | New NID Card Download

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য একি ভাবে আপনাকে যেতে হবে NID Service BD ওয়েবসাইটে সেখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশান করতে হবে, নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য উপরে দেখানো প্রথম ধাপে আপনার নতুন ভোটার স্লিপ নাম্বারের ৮ সংখ্যার কোড দিবেন। 

তারপর একি রকম ভাবে উপরে উল্লেখিত ধাপ গুলো অনুস্মরণ করবেন। তবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার ফিঙ্গার এবং ফটো জমা দেওয়া থাকতে হবে। আপনি যদি ইতি মদ্ধেই ফিঙ্গার এবং ফটো জমা না দিয়ে থাকেন তাহলে ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। 

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড | NID Card Download

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আমাদের উপরের ধাপ গুলো অনুস্মরণ করতে পারেন, প্রথম ধাপে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশান করার সময় অবশ্যই আপনার পুরাতন ভোটার আইডি কার্ড নাম্বার বসাবেন, তারপর বাকি সব ধাপ গুলো দেখানো নিয়মে অনুস্মরণ করবেন। 

তবে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড অনেক সময় করা জায়না, এর কারণ হলো যারা পুরাতন ভোটার রয়েছেন তাদের অধিকাংশ মানুষের জাতীয় পরিচয় পত্র সরকারী ভাবে দিয়ে দেওয়া হয়েছে। আর যাদের জাতীয় পরিচয়পত্র সরকারী ভাবে একবার দিয়ে দেওয়া হয়েছে তারা NID Service ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। 

যদি আপনি সরকারী ভাবে ভোটার আইডি কার্ড পেয়ে থাকেন এবং সেটা হারিয়ে ফেলার কারনে এখন অনলাইন থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ফী প্রধান করার মাধ্যমে ডাউনলোড করতে হবে। 

কত টাকা ফী প্রধান করতে হবে এবিষয়ে জানার জন্য আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশান করে NID ড্যাশবোর্ডে গেলেই দেখতে পারবেন এবং কিভাবে টাকা পরিশোধ করবেন সেটাও দেখতে পারবেন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *