পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করুন

অনেকে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চান তার কারণ, প্রবাসে কাজ করতে যেতে হলে যেসকল বাঁধার সম্মুখীন হতে হয় তার মধ্যে মেডিকেল রিপোর্ট অন্যতম, বিশেষ করে মিডেল ইষ্ট বা সৌদি, কাতার, এবং মালয়েশিয়ার মত দেশ গুলোতে কাজ করতে যেতে হলে মেডিকেল রিপোর্ট Fit থাকতে হয়।

মেডিকেল রিপোর্ট চেকআপ করার পর অনেকে চিন্তার মধ্যে থাকেন যে তার মেডিকেল রিপোর্ট ভালো হলো নাকি, আর একি সাথে প্রযুক্তির বিকাশ ঘটায় মানুষ অনলাইন ফ্রি মেডিকেল রিপোর্ট চেক সম্পর্কে জানতে চান। 

হ্যাঁ বর্তমানে প্রায় সবগুলো দেশের মেডিকেল রিপোর্ট চেক অনলাইন-এ করা যায়, আমাদের এই পোস্ট থেকে আপনি কয়েকটি দেশের মেডিকেল রিপোর্ট চেক সম্পর্কে জানতে পারবেন, এবং আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার ছাড়াও মেডিকেল রিপোর্ট স্লিপ নাম্বার দিয়ে Medical report check করা যেতে পারে। 

তাহলে চলোন দেখে নেওয়া যাক কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে হয়। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

যেকোন দেশের মেডিকেল রিপোর্ট চেক অনলাইন-এ করার জন্য উক্ত দেশের ইমিগ্রেশন সার্ভিস ওয়েবসাইটে যেতে হবে, 

তারপর সেখানে আপনার পাসপোর্ট নাম্বার অথবা মেডিকেল স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন। 

যেহেতু প্রতিটা দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট আলাদা আলাদা হয় তাই প্রতিটা দেশের মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম আলাদা ভাবে দেখাতে হবে। 

এখানে আমরা সৌদি আরব, কাতার এবং মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম দেখব। 

আপনি যদি অন্য কোন দেশের মেডিকেল রিপোর্ট চেক করতে চান তাহলে কমেন্ট করে আমাদের অবগত করুন, যত দ্রুত সম্ভব আপনার কাঙ্ক্ষিত দেশটির মেডিকেল রিপোর্ট চেক করার বিস্তারিত নিয়ম নিয়ে পোস্ট করব। 

মেডিকেল রিপোর্ট চেক সৌদি আরব

সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক করার জন্য Wafid ওয়েবসাইটের প্রয়োজন হবে, Wafid ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার অথবা Wafid স্লিপ নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক - মেডিকেল রিপোর্ট চেক সৌদি আরব
  • এখান থেকে Wafid  ওয়েবসাইটে প্রবেশ করুন, 
  • তারপর By Passport Number এবং Wafid Slip Number থেকে যেকোন একটি নির্বাচন করুন, পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য By Passport Number নির্বাচন করতে হবে, 
  • তারপর আপনার পাসপোর্ট নাম্বার লিখুন, 
  • তারপর Nationality: Bangladeshi নির্বাচন করুন, 
  • এরপর Check বাঁটনে ক্লিক করলেই আপনার মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন, 
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক - মেডিকেল রিপোর্ট চেক সৌদি আরব
  • Wafid slip Number দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে Wafid slip Number নির্বাচন করুন, 
  • তারপর Wafid স্লিপ নাম্বারটি লিখুন, 
  • তারপর Check বাঁটনে ক্লিক করে আপনার রিপোর্ট দেখতে পারবেন। 

এভাবেই পাসপোর্ট নাম্বার অথবা Wafid স্লিপ নাম্বার ব্যাবহার করে খুব সহজে আপনার সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন বা অন্য কাউকে চেক করে দিয়ে সাহায্য করতে পারেন। 

কাতার মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক - কাতার মেডিকেল রিপোর্ট চেক

কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার দুইটাই থাকতে হবে, 

  • কাতার মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রবেশ করুন Qatar Medical Center ওয়েবসাইটে, 
  • তারপর প্রথমে Visa Number লিখুন, 
  • তারপর Passport নাম্বার লিখুন, 
  • এরপর I’m not a robot ক্যাপছা ঠিক মার্ক করুন, 
  • তারপর Submit বাঁটনে ক্লিক করলে আপনার কাতার মেডিকেল রিপোর্ট দেখুন। 

এভাবে মাত্র দুই-তিন মিনিটের মধ্যে মোবাইল বা কম্পিউটার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। 

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার জন্য eservice imi gov my ওয়েবসাইটে প্রবেশ করুন তারপর আপনার পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা দিয়ে Search করুন। 

ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পারবেন সবকিছু মালয়েশিয়ান ভাষায় লিখা রয়েছে, তাই নিছে দেওয়া ছবি দেখে রিপোর্ট চেক করুন। 

মেডিকেল রিপোর্ট চেক সৌদি আরব - মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে No Passport অপশনে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন, 
  • তারপর Citizens অপশনে বাংলাদেশ সিলেক্ট করুন, 
  • তারপর Search বাঁটনে ক্লিক করে আপনার Medical report status চেক করুন। 

মেডিকেল রিপোর্ট চেক অনলাইন

যেকোন দেশের মেডিকেল রিপোর্ট অনলাইনে চেক করার জন্য, উক্ত দেশটির নামের সাথে Medical report check লিখে Google-এ সার্চ করুন, যেমন – Oman Medical report check, Dubai Medical report check. 

  • প্রথমে যেই ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করুন,
  • তারপর ওয়েবসাইটে আপনার তথ্য গুলো দিয়ে Search, Check বা Submit বাঁটনে ক্লিক করুন (যেকোন একটি থাকবে), 
  • একেক দেশের মেডিকেল রিপোর্ট চেক ওয়েবসাইট একেক রকমের হবে, তাই উক্ত দেশের ওয়েবসাইট যে তথ্য চাচ্ছে কেবল মাত্র সেই তথ্যটি লিখুন,

এভাবে আপনি কারোর সাহায্য ছাড়া নিজেই ঘড়ে বসে যেকোন দেশের মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *