ই পাসপোর্ট চেক – E Passport Check

একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর উক্ত পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে অনেকেই জানেন না, একটি নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করার পর সেই ই পাসপোর্ট চেক করবেন কীভাবে? বিস্তারিত দেখুন এই পোস্টে। 

বাংলাদেশে একটি পাসপোর্টের জন্য আবেদন করার পর পাসপোর্টটি হাতে পাওয়ার একটি নির্দিষ্ট সময় থাকলেও অনেক সময় তা নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া যায়না এজন্য অনলাইনে পাসপোর্ট চেক করে জানতে হয় উক্ত পাসপোর্টটি হয়েছে কি না বা কোন অবস্থানে রয়েছে। 

তু চলোন দেখে নেওয়া যাক কীভাবে E Passport Check করবেন। 

পাসপোর্ট চেক

বাংলাদেশে দুই ধরণের পাসপোর্ট রয়েছে তা হলো MRP passport এবং ePassport (Electronic Passport) তবে বর্তমানে বাংলাদেশের অনেক অঞ্চলে MRP Passport আবেদন বন্ধ রয়েছে তাই অনেকেই বাধ্য হয়ে ePassport করার জন্য আবেদন করছেন। 

তবে RPM Passport এবং ePassport দুটিই অনলাইনে চেক করা যায়, এবং তা খুব সময় ১-২ মিনিটের মধ্যেই চেক করা সম্ভব। 

ই পাসপোর্ট চেক | E Passport Check

ই পাসপোর্টের জন্য আবেদন করলে দুটি উপায়ে অনলাইনে E Passport Check করা যায়, আমরা জানি ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে হয়, তারপর সেটা প্রিন্ট করে পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। 

এক্ষেত্রে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করার সময় একটি Online Registration ID দেওয়া হয় যেটি দিয়ে অনলাইনে পাসপোর্ট চেক করা যায়। 

ই পাসপোর্ট চেক - E Passport Check, ই পাসপোর্ট চেক করার নিয়ম, MRP পাসপোর্ট চেক, পাসপোর্ট হয়েছে কিনা চেক, অনলাইনে পাসপোর্ট চেক

এবং পরবর্তীতে আবেদনটি অফিসে জমা দেওয়ার পর একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয় সেই স্লিপের মধ্যে একটি Application ID থাকে সেটা দিয়েও E Passport check করা যায়।

ই পাসপোর্ট চেক - E Passport Check, ই পাসপোর্ট চেক করার নিয়ম, MRP পাসপোর্ট চেক, পাসপোর্ট হয়েছে কিনা চেক, অনলাইনে পাসপোর্ট চেক

ই পাসপোর্ট চেক করার নিয়ম

প্রত্যেক ই পাসপোর্ট আবেদন কারিকে এই দুটি নাম্বার দেওয়া হয়, তাই আপনি যদি E Passport Check করতে চান তাহলে Online Registration ID বা Application ID যেকোন একটি দিয়ে ই পাসপোর্ট চেক করতে পারবেন। 

অনলাইনে ই পাসপোর্ট চেক করার জন্য এখান থেকে E passport Application Status Check ওয়েবসাইটে প্রবেশ করুন।

ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পারবেন Online Registration ID এবং Application ID লিখার জন্য দুটি বক্স রয়েছে, আপনার কাছে যেই ID রয়েছে সেটা এখানে লিখুন। 

ই পাসপোর্ট চেক - E Passport Check, ই পাসপোর্ট চেক করার নিয়ম, MRP পাসপোর্ট চেক, পাসপোর্ট হয়েছে কিনা চেক, অনলাইনে পাসপোর্ট চেক

যেমন আপনার কাছে যদি Application ID থাকে তাহলে Application ID বক্সে নাম্বারটি লিখুন এবং অন্যটি ফাঁকা থাকেব। 

Application ID লিখার পর নিছের অপশন থেকে আপনার ই পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ লিখুন। 

তারপর hCaptcha তে ঠিক মার্ক দিয়ে তার নিছের Check বাঁটনে ক্লিক করুন। 

তারপরেই আপনার ই পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন, এখানে ভিন্ন ভিন্ন স্ট্যাটাস দেখা যায় এবং প্রতিটা স্ট্যাটাসের আলাদা আলাদা মানে রয়েছে, 

নিম্নে সকল স্ট্যাটাস গুলো দেওয়া হয়েছে সেগুলোর সাথে আপনার ই পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস মিলিয়ে জানতে এবং বুঝতে পারবেন আপনার পাসপোর্টটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। 

ই পাসপোর্ট আবেদন স্ট্যাটাসের অর্থ

ই পাসপোর্ট চেক স্ট্যাটাস রয়েছে ১৪ টি, যা এখানে টেবিল আঁকারে অর্থ সহ দেখতে পবানে। 

টেবিলের বাম দিকে রয়েছে স্ট্যাটাস এবং ডান দিকে রয়েছে স্ট্যাটাসের অর্থ।

Application Submittedঅনলাইন আবেদন সাবমিট হয়েছে।
Appointment Scheduledআবেদন জমা এবং ছবি তুলার তারিখ নির্ধারণ।
Payment Verification result – Name mismatchআপনার পেমেন্ট রশিদ ও আবেদনের নাম একি রকম হয়নি। 
Your application is pending on payment investigation (Amount mismatch or Referencenumber mismatch.)আবেদনের সাথে টাকার পরিমান ও রেফারেন্স নাম্বার মিলে নি।
Pending SB Police Clearanceপুলিশ ক্লিয়ারেন্স পক্রিয়াদিন রয়েছে। 
Pending For Assistant Director/ Deputy Director Approval/ Final Approvalপুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট অফিসে পৌঁছেনি বা পৌঁছালেও এখনো এপ্রোভ করা হয়নি। 
Pending for Backend Verificationএই পর্যায়ে সকল তথ্য কেন্দ্রীয় থেকে যাচাই করা হয়
Enrolment in Processসকল তথ্য সহ আবেদনপত্র শেষ বার চেক করে হচ্ছে। 
Approvedআবেদনটি গ্রহন করা হয়েছে। 
In Printer Queueপাসপোর্টটি প্রিন্ট হচ্ছে। 
Printing Succeededপ্রিন্টিং সম্পন্ন হয়েছে। 
QC Succeed, Ready for DispatchQuality Control শাঁখায় পাসপোর্ট প্রিন্ট চেক হচ্ছে। 
Passport is Ready, Pending for Issuanceআপনার আবেদনকৃত শাঁখায় পাসপোর্ট এসে পৌঁছিয়েছে, রিসিভ করার জন্য আপনাকে মেসেজ করা হবে। 
Passport Issuedপাসপোর্ট কি আপনি গ্রহন করেছেন। 

MRP পাসপোর্ট চেক

ই পাসপোর্ট চেক করার নিয়ম আমরা ইতি মধ্যে জেনেছি, চলোন এখন জেনে নেওয়া যাক কীভাবে MRP পাসপোর্ট চেক করতে হয়। 

যদিও বর্তমানে অনেক অঞ্চলে MRP পাসপোর্ট আবেদন গ্রহন করা হয়না, তবে কিছু সংখ্যক অঞ্চলে এখনো MRP পাসপোর্টের আবেদন গ্রহন করা হচ্ছে। চলোন বিস্তারিত নিয়ম জেনে নেই। 

MRP পাসপোর্ট আবেদন করার সময়, ছবি এবং ফিঙ্গার সহ অন্য তথ্য গ্রহন করার পর আপনাকে যেই ডেলিভারি স্লিপ দেওয়া হয় সেটাতে একটি Application ID বা Enrolment ID থাকে সেই ID এবং জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস জানতে পারবেন। 

MRP Passport Check করার জন্য Passport Online Status ওয়েবসাইটে প্রবেশ করুন। 

তারপর Enrolment ID অপশনে আপনার ডেলিভারি স্লিপে থাকা Enrolment ID লিখুন, এবং তার নিছে জন্ম তারিখ লিখুন। 

ই পাসপোর্ট চেক - E Passport Check, ই পাসপোর্ট চেক করার নিয়ম, MRP পাসপোর্ট চেক, পাসপোর্ট হয়েছে কিনা চেক, অনলাইনে পাসপোর্ট চেক

তারপর ক্যাপছা কোডটি নিছের বক্সে লিখে Search বাঁটনে ক্লিক করুন। তারপরেই আপনার পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। 

স্ট্যাটাস দেখে কীভাবে বুঝবেন পাসপোর্ট কোন পর্যায়ে রয়েছে তা উপরে টেবিল আঁকারে দেওয়া হয়েছে। অনুগ্রহ করে উপরের টেবিল দেখুন। অথবা এখানে ছ্যাপ দিয়ে পাসপোর্ট আবেদন স্ট্যাটাসের বাংলা অর্থ দেখুন। 

পাসপোর্ট হয়েছে কিনা চেক

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য দুটি ওয়েবসাইট রয়েছে, একটি ওয়েবসাইটের মাধ্যমে E Passport Check করা যায় এবং অন্য ওয়েবসাইট দিয়ে MRP পাসপোর্ট চেক করা হয়। 

ই পাসপোর্ট চেক করার নিয়ম এবং MRP পাসপোর্ট চেক ইতি মধ্যেই দেখেছি এবং তার সাথে উক্ত ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে যেখানে গিয়ে আপনারা খুব সহজে পাসপোর্ট চেক করতে পারবেন। 

এছাড়াও পাসপোর্ট চেক স্ট্যাটাসের অর্থও দেওয়া হয়েছে টেবিল আঁকারে যেটা দেখে বুঝতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থান। 

অনলাইনে পাসপোর্ট চেক

অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য আপনার একটি মোবাইল বা কম্পিউটার দরকার হবে যার সাহায্যে যেকোন একটি ওয়েব ব্রাউজার দিয়ে ঘড়ে বসেই ই পাসপোর্ট ও MRP পাসপোর্ট চেক করতে পারবেন। 

ই পাসপোর্ট ও MRP পাসপোর্ট চেক করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করার পর, পাসপোর্ট অফিস থেকে দেওয়া ডেলিভারি স্লিপে থাকা Application ID অথবা Enrollment ID বসিয়ে এবং সঠিক জন্ম তারিখ দিয়ে ক্যাপছা পুরন করলেই পাসপোর্ট স্ট্যাটাস দেখতে পারবেন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *