একটি জমি ক্রয় করার পর আমরা প্রথমেই চেষ্টা করি নামজারি করার, এবং ই নামজারি করার জন্য আবেদন করার পর আমরা অনেকেই চেক করতে চাই উক্ত নামজারি খতিয়ান তৈরি হয়েছে কি না, অথবা অনেকের ই নামজারি খতিয়ান হাঁড়িয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় আর তারা চেষ্টা করেন অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করার। তাদের জন্য আমাদের এই পোষ্ট।
আরও পড়ুনঃ নামজারি খতিয়ান অরিজিনাল কপি হোম ডেলিভারি পাওয়ার নিয়ম
আপনি যদি একটি ই নামজারি খতিয়ান আবেদন করে থাকেন অথবা ই নামজারি চেক করতে চান তাহলে আমাদের এই পোষ্ট থেকে আপনি জানতে পারবেন কিভাবে E Namjari Check করতে হয়, এবং আপনার যদি কোন ই-নামজারি হাঁড়িয়ে গিয়ে থাকে অথবা নষ্ট হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে চেক করে সেটার অরিজিনাল কপি এবং অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
Contents
ই নামজারি যাচাই করতে দরকার | E Namjari Check Online
ই নামজারি যাচাই করার জন্য আমাদের কিছু প্রয়োজন, তবে সেই তথ্য গুলো আমাদের সবারি জানা থাকে, নতুন আবেদন ক্রীত নামজারি খতিয়ান হোক কিংবা পুরাতন হাঁড়িয়ে যাওয়া E Namjari দুটি যাচাই করতেই আপনার দরকার হবে একি ধরনের তথ্য এবং ডকুমেন্ট।
ই নামজারি খতিয়ান চেক করতে দরকারঃ
ই-নামজারি খতিয়ান নম্বর
জমির দাগ নম্বর
জমির মালিকানা নাম
জমির স্থানের ঠিকানা> বিভাগ, জেলা, উপজেলা, মৌজা।
ই নামজারি খতিয়ান অনুসন্ধান করার নিয়ম | E Namjari Check
ই নামজারি চেক করার জন্য আপনার মোবাইলে একটি অ্যাপটি ডাউনলোড করতে হবে, এর জন্য আপনি প্লে স্টোরে যান এবং সার্চ করুন eKhatian লিখে, অ্যাপটি ডাউনলোড করুন এবং অ্যাপটিতে প্রবেশ করুন।
অ্যাপটিতে প্রবেশ করার পর খতিয়ান অপশনটি বাছাই করুন। তারপর আপনার জমির স্থায়ী ঠিকানা ধাপে ধাপে বাছাই করুন এবং তথ্য দিয়ে সাবমিট করুন।
ই নামজারি খতিয়ান চেক ধাপ অনুযায়ী এবং বিস্তারিত
জমির বিভাগ বাছাই করার জন্য বিভাগ* নির্বাচন করুন অপশনে ক্লিক করুন, এবং আপনার জমির বিভাগটি বেছে নিন,
যেমন – আমি বিভাগ হিসাবে বেছে নিলাম সিলেট।
তারপর জমির জেলা নির্বাচন করার জন্য ক্লিক করুন জেলা* নির্বাচন বাটনে, তারপর আপনার জেলা বাছাই করে নিন, যেমন – আমার জেলা হবিগঞ্জ।
তারপর খতিয়ানের ধরন বাছাই করতে হবে, এই অ্যাপ থেকে আপনি যেকোন ধরনের খতিয়ান অনুসন্ধান করতে পারবেন একি নিয়ম অনুস্মরণ করে। তু আমরা যেহেতু ই নামজারি খতিয়ান যাচাই করব তাই খতিয়ানএর ধরন নির্বাচন করলাম নামজারি।
তারপর আপনার জমির উপজেলা নির্বাচন করতে হবে, উপজেলা নির্বাচন করার জন্য একই ভাবে উপজেলা* নির্বাচন করুন বাটনে ক্লিক করুন এবং উপজেলা বাছাই করে নিন।
তারপর আপনার জমির মৌজা বাছাই করুন, এখানে মৌজা বলতে গ্রাম বুজানো হয়েছে। তু এবারও আপনি মৌজা* নির্বাচন করুন বাটনে ক্লিক করুন এবং আপনার গ্রাম/মৌজা বাছাই করে নিন।
জমির ঠিকানা বাছাই করা শেষ এবার আপনি কোন তথ্যটি দিয়ে ই নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চান সেটা নির্বাচন করুন। অ্যাপে চারটি অপশন আছে, সেগুলো হলো খতিয়ান নং, দাগ নং, মালিকানা নাম, স্বামী/পিতার নাম। এই চারটি মধ্যে আপনার কাছে যেকোন একটি থাকলেই হবে, যেকোন একটি তথ্য দিয়ে E Namjari করা সম্ভব, তু আপনি যেই তথ্য দিয়ে ই নামজারি যাচাই করতে চান সেটার উপরে ক্লিক করুন।
যেমন – আমি জমির দাগ নং দিয়ে ই নামজারি যাচাই করতে চাই তাই দাগ নং লিখার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরেই দেখা যাবে তথ্য লিখার জন্য একটি ফাঁকা বক্স তৈরি হয়েছে, সেখানে জমির দাগ নম্বরটি লিখুন।
তারপর ক্যাপছা কোড লিখুন, এবং অনুসন্ধান করুন বাটনে ছ্যাপ দিয়ে আপনার ই নামজারি খতিয়ান অনুসন্ধান সম্পুন্ন করুন।
অনুসন্ধান করুন বাটনে ছ্যাপ দেওয়ার পর আপনার E Namjari সকল তথ্য দেখতে পারবেন। তারপর আপনি যদি উক্ত ই-নামজারি খতিয়ানটি ডাউনলোড করতে চান তাহলে খতিয়ান আবেদন বাটনে ছ্যাপ দিয়ে আরও কিছু তথ্য সাবমিট করে, এবং আবেদন ফী দিয়ে প্রধান করে আপনার খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন।
আরও পড়ুনঃ খতিয়ান অনুসন্ধান করার পর ডাউনলোড করার নিয়ম
উপসংহার
ই নামজারি খতিয়ান চেক করতে কি কি প্রয়োজন হয় এবং কিভাবে ই নামজারি খতিয়ান অনুসন্ধান করতে হয়, তা আমরা এই পোষ্টে বিস্তারিত আলোচনা করেছি। ই নামজারি যাচাই করতে হলে অবশ্যই আপনার E Namjari খতিয়ানটি অনলাইন হতে হবে। যদি আপনার ই-নামজারি খতিয়ানটি ইতি মধ্যেই অনলাইন করা না থাকে তাহলে আপনি সেটা অনলাইনে চেক করতে পারবেন না।