পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

দেশিয় যেকোন কাজ বা প্রবাসে যাওয়ার জন্য পুলিশ কিলারেন্স এর জন্য আবেদন করে থাকেন, তাহলে এখন অনলাইনে চেক করে বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। এবং এই পোস্ট থেকে জানতে পারবেন কোন স্ট্যাটাস এর কি অর্থ

একটি পুলিশ ক্লিয়ারেন্স প্রমান করে আপনার নামে কোন মামলা রয়েছে কি না, বিশেষ করে দেশের বাহিরে যেতে পুলিশ ক্লিয়ারেন্সের বেশি প্রয়োজন হয়। 

তু চলোন দেখে নেওয়া যাক পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক কীভাবে করতে হয়? বা করা যায় কিনা? 

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ কিলারেন্স চেক

পুলিশ ক্লিয়ারেন্স পেতে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করতে হবে, এবং উক্ত পুলিশ ক্লিয়ারেন্স চেক করার জন্যও আপনার পাসপোর্ট নাম্বার প্রয়োজন হবে। 

হ্যাঁ পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করা যায়। চলোন দেখি। 

পুলিশ ক্লিয়ারেন্স চেক অনলাইন বাংলাদেশ

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার সময় আপনি অবশ্যই pcc.police.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশান করেছেন, আর এখন পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে pcc.police.gov.bd ওয়েবসাইটে লগইন করতে হবে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে pcc.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন, তারপর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার সময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশান করতে আপনার যেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন সেগুলো দিন। 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখুন.

pcc.police.gov.bd ওয়েবসাইটে লগইন করার পর, Application Information Submit করতে হবে, 

  • Application Submit করতে Ref No অপশনে আপনার স্লিপের রেফারান্স নাম্বার লিখুন, 
  • Passport No অপশনে পাসপোর্ট নাম্বার লিখুন, 
  • তারপর Search বাঁটনে ছ্যাপ দিয়ে স্ট্যাটাস দেখুন। 
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

এভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারেন। 

পাসপোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্ট্যাটাসের অর্থ

পাসপোর্ট ক্লিয়ারেন্স চেক করার পর স্ট্যাটাস দেখে অনেকে বুঝতে পারেন না তার মানে কি, 

কোন চিন্তা নেই এখানে আপনারা সকল স্ট্যাটাসের অর্থ জানতে পারবেন। যা আমরা টেবিল আঁকারে অর্থ সহ দিয়েছি। 

Under Verificationযাচাই প্রক্রিয়া চলমান
Application Rejectedঅভিযোগ পাওয়ায় কারণে প্রত্যাখ্যান করা হয়েছে। 
Certificate Printedআপনার সার্টিফিকেট মুদ্রিত হয়েছে
By OCথানার OC-র স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। 
Signed By DC/SPDC/SP এর স্বাক্ষরের অপেক্ষায়।
Ready For MoFA Verificationমন্ত্রণালয় কৃতক যাচাইয়ের অপেক্ষায়। 
Ready for deliveryসার্টিফিকেট তৈরি হয়েছে, গ্রহন করুন। 
Deliveredআপনি গ্রহন করেছেন। 

আপনার পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক করে এই অর্থ গুলোর সাথে মিলিয়ে সহঝেই বুঝতে পারবেন আপনার সার্টিফিকেট বর্তমানে কোন অবস্থানে রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *